Error News24 সাম্প্রতিক ঘটনাসমুহ, ব্যবসা-বাণিজ্য, লিডারশিপ, গবেষণা, শিক্ষা, শিল্প-সাহিত্য এবং জীবন সম্পর্কিত সংবাদ, ফিচার, সৃজনশীল রচনা প্রকাশকারী একটি অনলাইন প্ল্যাটফর্ম। স্বেচ্ছায় যোগ দিতে পারেন আপনিও! Error News24 এ সংবাদ, তথ্য, সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে ব্যবহার করুন: https://www.errornews24.com/errornews24@gmail.com ---স্বল্প খরচে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আমাদের সাইটে দিতে যোগাযোগ করুন:01856-101610 কল করার সময়: (সকাল ১০ টা - বিকাল ০৫ টা পর্যন্ত)ধন্যবাদ...

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন ।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন ।

তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা আয়োজন করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিইপি) নির্দেশ দেয়া হয়েছে এবার আবেদনকারী বেশি হওয়ায় তিন-চার ধাপে পরীক্ষার আয়োজন করা হবে দেশের অনেক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট রয়েছে কারণেসহকারী শিক্ষক নিয়োগ-২০১৮পরীক্ষা শেষ হওয়ার আগে প্রাথমিক শিক্ষা উন্নয়ন (পিইডিপি-) প্রকল্পের আওতায় নতুন করে প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে
ডিপিইর মহাপরিচালক এফ এম মনজুর কাদির বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ওএমআর সিট তৈরির কাজ শেষ হয়েছে বুয়েটের তত্ত্বাবধানে তা তৈরি করা হয়েছে ১৫ এপ্রিল থেকে নিয়োগ পরীক্ষা শুরুর চিন্তা-ভাবনা করা হচ্ছে চলতি সপ্তাহে নিয়োগ পরীক্ষা আয়োজক কমিটির সঙ্গে ডিপিইতে সভা হবে সে সভায় পরীক্ষা-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে
এর আগে গত ফেব্রুয়ারি থেকেসহকারী শিক্ষক নিয়োগ-১৮লিখিত পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় তবে এসএসসি পরীক্ষার কারণে সেটি পিছিয়ে মার্চে নেয়ার সিদ্ধান্ত হয় গত ১৫ জানুয়ারি মন্ত্রণালয়ের এক সভায় নিয়োগ পরীক্ষা ১৫ মার্চ শুরুর সিদ্ধান্ত নেয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে ডিপিইতে নির্দেশনা দেয়া হয় তবে ১৩ মার্চজাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯পালিত হওয়ায় পরীক্ষা নেয়া সম্ভব হয়নি
জানা গেছে, এবার নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে হবে নির্ধারিত জেলায় পরীক্ষার আগের রাতে ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রশ্নপত্রের সব সেট পাঠানো হবে পরীক্ষার দিন সকাল ৮টায় প্রশ্নপত্র ছাপিয়ে তা কেন্দ্রে পৌঁছানো হবে
কর্মকর্তারা জানান, পাশাপাশি বসা পরীক্ষার্থীদের মধ্যে কেউ যেন একই সেট না পায় সে জন্য ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের প্রশ্ন সেট নির্ধারণ করা হবে পরীক্ষার্থীর রোল নম্বরের ওপর প্রশ্ন সেট নির্ধারণ করা হবে এবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শক নিয়োগের ক্ষমতা কেন্দ্র সুপারের কাছে থাকছে না এক প্রতিষ্ঠানের শিক্ষককে অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব দেয়া হবে সেন্ট্রাল থেকে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের শুধু দায়িত্ব বুঝে দেবেন কেন্দ্র সুপার
মহাপরিচালক মনজুর কাদির বলেন, ‘স্বচ্ছ, দুর্নীতিমুক্ত প্রশ্নফাঁস ঠেকাতে নিয়োগ পরীক্ষায় আমূল পরিবর্তন আনা হয়েছে পরীক্ষার দিন প্রতিটি কেন্দ্রের বাইরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে পরীক্ষা পদ্ধতি ডিজিটালাইজড করতে আমরা বুয়েটের সহায়তায় একটি আধুনিক সফটওয়্যার তৈরি করেছি সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার্থীর আসন বিন্যাস, পরিদর্শক নির্বাচনসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে

মদ্যপ করুণারত্নে একজনকে আহত করে গ্রেফতার

মদ্যপ করুণারত্নে একজনকে আহত করে গ্রেফতার

শ্রীলঙ্কা ক্রিকেটের পরিবেশ কতোটা অস্থির হয়ে উঠেছে তার আরও একটি উদাহরণ ঘটে গেলো একদিকে দলের এলোমেলো অবস্থা অপরদিকে তোপের মুখে কোচ চান্ডিকা হাথুরুসিংহে এবার গ্রেফতার হলেন দলের গুরুত্বপূর্ন সদস্য দিমুথ করুণারত্নে
আসন্ন বিশ্বকাপে নেতৃত্বের ভার দেওয়ার কথা ভাবা হচ্ছিলো করুণারত্নের কাঁধে সেই করুনারত্নেই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে আহত করেছেন আহত ব্যক্তি এক থ্রি হুইলার এক চালককে রোববার (৩১ মার্চ) তাকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে কলম্বোর স্থানীয় পুলিশ
যদিও থ্রি হুইলারের সঙ্গে করুণারত্নের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলেও, সৌভাগ্যবসত বেঁচে যান আহত চালক কলম্বোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি
বোরেলায় স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে করুণারত্নেকে আটক করে পুলিশ জামিন  দেওয়া হলেও সোমবার ( এপ্রিল) অথবা এই সপ্তাহের মধ্যেই তাকে আদালতে হাজির হতে হবে আদালতের শাস্তির বাইরেও তাকে বোর্ডের শাস্তির মুখেও পড়তে হবে
আদালতের রায় আসার পরই বোর্ড তাদের সিদ্ধান্ত জানাবে অনুমান করা হচ্ছে আজীবন বা লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হবেন এই ব্যাটসম্যান

বিশ্বকাপে মাশরাফির ভাবনায় ‘ফিনিশিং’

বিশ্বকাপে মাশরাফির ভাবনায় ‘ফিনিশিং’

বিশেষ করে ওয়ানডেতে বাংলাদেশ অন্যতম পরাশক্তরি নাম তবে অনেক সময় বাংলাদেশ অনেক ম্যাচই ফিনিশিংয়ের অভাবে ম্যাচ জিততে পারে না আবার অনেক সময় ভাল সূচনার পরও ফিনিশিংয়ের অভাবে বড় সংগ্রহ গড়তে পারে না দুই ক্ষেত্রেই একটি শব্দ বেশ ভাবাচ্ছে বাংলাদেশকে, তা হলোফিনিশিং
মঙ্গলবার (২৬ মার্চ) একটি রেস্টুরেন্টে আয়োজতি এক অনুষ্ঠানে টাইগার অধিনায়ক বলেন, ‘আমার কাছে অনেকদিন ধরে একটা ব্যাপার মনে হয় যে আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে। আসলে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নাই। পুরো দলেরই একটি সমস্যার জায়গা আছে যে আমরা খেলাটা শেষ করতে পারছি না এবং গত দুই-তিন বছরে এমন অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছে। শুধু রান তাড়া করার সময় নয়, এমনকি প্রথমে ব্যাটিং করার সময়েও আমরা ভালো অবস্থান থেকে ভালো স্কোর দাঁড় করাতে পারিনি। আমার কাছে মনে হয় বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই জায়গাটি অনকে গুরুত্বর্পূণ। কারণ এমন কিছু ম্যাচ আসবেই। আর শুরুতে নয়টা ম্যাচ আছে, কিছু ম্যাচ আসবে যেগুলো এমন ক্লোজ হব। তাই এটি দলের জয় পরাজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
বিশ্বকাপ দল নিয়ে তিনি বলেন, ‘আমি এই নির্বাচনের অংশে নেই অবশ্যই। আগেও ক্লিয়ার করেছি, এখনও করছি। দল নির্বাচন আমার হাতে নেই। কিন্তু যে ১৫ জনই আসুক না কেন, তারা পারর্ফম করে আসছে কি না সেটা বিষয় না। আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজি এবং বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা।
বিশ্বকাপে ভাল করতে হলে মাশরাফির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক ভাবে প্রস্তুত থাকা। এই কারণেই অনেক সময় বাংলাদেশ ম্যাচ শুরুর আগেই চাপ সৃষ্টি করে। তাই অধিনায়ক জানান, এখানে (ডিপিএল) অনেকে উইকেট পেয়েও আর্ন্তজাতিক ক্রিকেটে স্ট্রাগল করছে এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তারাও করছে। আবার এখানে খারাপ করেও দেখা গেছে ওখানে গিয়ে আমরা ভালো করছি। তাই দুটি জায়গার মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। যে কারণে আমি বলছি যে মানসিক দিক থেকে কে তৈরি থাকবে তার ওপরে অনেক কিছু নির্ভর করবে।
সম্প্রতি ওপেনার লিটন দাসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে। তবে মাশরাফির আস্থা রয়েছে তার ওপর। লিটনের ব্যাপারে মাশরাফি জানান, ‘লিটন কি কোয়ালিটির খেলোয়াড় সেটা হয়তো সম্প্রতি এক দুটি ম্যাচে আমরা দেখতে পরেছি। এশিয়া কাপ ফাইনালের কথা আমি বলছি। আমার কাছে মনে হয়, হি ক্যান বি ডিস্ট্রয়ার (সে বিধ্বংসী একজন) এই সম্ভাবনা তার মধ্যে আছ। ব্যাটিং কোচও তাকে নিয়ে কাজ করছে। আসলে ধারাবাহিকতাটা গুরুত্বর্পূণ। আশা করছি যে যদি ন্যাচারাল ক্রিকেটটা খেলে তাহলে সেটা আমাদের দলের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ (সুবিধা) হবে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন । প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন ।

তিনি বলেন , ১৫ এপ্রিল থেকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা আয়োজন করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে ( ডিইপি ) ...

মদ্যপ করুণারত্নে একজনকে আহত করে গ্রেফতার মদ্যপ করুণারত্নে একজনকে আহত করে গ্রেফতার

শ্রীলঙ্কা ক্রিকেটের পরিবেশ কতোটা অস্থির হয়ে উঠেছে তার আরও একটি উদাহরণ ঘটে গেলো । একদিকে দলের এলোমেলো অবস্থা । অপরদিকে...

বিশ্বকাপে মাশরাফির ভাবনায় ‘ফিনিশিং’ বিশ্বকাপে মাশরাফির ভাবনায় ‘ফিনিশিং’

বিশেষ করে ওয়ানডেতে বাংলাদেশ অন্যতম পরাশক্তরি নাম । তবে অনেক সময় বাংলাদেশ অনেক ম্যাচই ফিনিশিংয়ের অভাবে ম্যাচ জিততে পারে...

MKRdezign

Technology

Breaking News

Music

About me

Populars

Mobile Logo Settings

Mobile Logo Settings
image

Main Menu

ভিডিও গ্যালারি

3/ভিডিও গ্যালারি/grid-small

পরিবেশ ও জীববৈচিত্র্য

3/পরিবেশ ও জীববৈচিত্র্য/grid-small

স্বাস্থ্য

3/স্বাস্থ্য/grid-Big
সম্পাদক ও প্রকাশক :- আব্দুল আলিম মৃধা

ব্যাবস্থাপনা পরিচালক-মোঃ সাকিবুল হাসান শাহিন

Email(news)-:errornews24@gmail.com

নিউজ(সরাসরি):-errornews24@gmail.com

ফরিদপুর সদর, ফরিদপুর।

ইমারজেন্সি রাইট রিপোর্ট অর্গনাইজেশন, এর একটি সহযোগী প্রতিষ্ঠান






ইরোর নিউজের যে কোন তথ্য,ছবি,সংবাদ কপি বা নকল করা সম্পুর্ন বেআইনী এবং দন্ডনীয় অপরাধ।

Post Top Ad

LightBlog

Post Top Ad

Your Ad Spot

Post Top Ad

Your Ad Spot

Recent Posts

Find Us On Facebook

Contact us

Name

Email *

Message *